ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রিভ সিস্টেমসের ইনস্ট্যান্ট মেসেজিং‘র উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৩
রিভ সিস্টেমসের ইনস্ট্যান্ট মেসেজিং‘র উদ্বোধন

ঢাকা: সম্প্রতি স্পেনের বার্সালোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উদ্বোধন হলো বিশ্বের প্রথমসারির আইপি সফটওয়্যার প্রতিষ্ঠান রিভ সিস্টেমসের মোবাইল ভিওআইপিতে ইনস্ট্যান্ট মেসেজিং সেবা।

বিশ্বের প্রায় ২০০ টি দেশের ৭২,০০০ দর্শনার্থী ও আইটি ব্যক্তিত্বদের সমাগমে এবারের বার্সালোনা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ছিল সরগরম।

মেলায় মোবাইল ভিওআইপি শিল্পে ইনস্ট্যান্ট মেসেজিং প্রযুক্তি নিয়ে দর্শনার্থীদের আগ্রহও ছিল অনেক বেশি। রিভ সিস্টেমস এর পাশাপাশি ভোডাফোন, এরিকসন, ভারতী এয়ালটেল, নোকিয়া, ইটালিয়া টেলিকম গ্রুপের মতো খ্যাতিমান মোবাইল অপারেটর প্রতিষ্ঠানও এতে অংশ নেয়।

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের অষ্টম এই আয়োজনে তৃতীয়বারের মতো অংশ নেওয়া রিভ সিস্টেমসের সিইও এম. রেজাউল হাসান বলেন, বিশ্বের বৃহত্তম এই আয়োজনে আমাদের অংশগ্রহণ একটি বড় সুযোগ এবং এর মাধ্যমে আমরা অত্যাধুনিক মোবাইল প্রযুক্তিকে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে পেরেছি।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৩
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।