ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩০ হাজারে ক্যানন পাওয়ারশট ক্যামেরা

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৩
৩০ হাজারে ক্যানন পাওয়ারশট ক্যামেরা

ক্যানন পাওয়ারশট ‘এস-১০০’ মডেলের ক্যামেরার দাম কমে এসেছে। এখন ৩০,০০০ টাকায় পাওয়া যাচ্ছে।

এ ক্যামেরার সঙ্গে পাওয়া যাবে একটি ক্যানন ব্যাগ এবং ৮ গিগাবাইট এসডি মেমোরি কার্ড।

ক্যানন পাওয়ারশট এস-১০০ একটি ছোট কিন্তু উচ্চক্ষমতার পয়েন্ট এ শ্যূট ক্যামেরা। এর ডিজিক ফাইভ ইমেজ প্রসেসর দ্রুত কাজ করে। ফলে ব্যবহারকারী খুব ভাল মানের ছবি তুলতে পারবেন। ছবি তোলার সময়ে শব্দও কম হবে।

এ ক্যামেরার কারিগরি বৈশিষ্ট্যের মধ্যে আছে ১/১.৭ ইঞ্চি ফরম্যাটের ১২.১ মেগাপিক্সেল হাই সেন্সিটিভিটি সিমোস সেন্সর। এটি দিয়ে ১৯২০ বাই ১০৮০ রেজল্যুশন এবং ২৪পি ফ্রেম রেটে ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।

এতে আরও আছে বিল্টইন জিপিএস। এর মাধ্যমে তোলা ছবির জিওট্যাগিং করতে পারবেন। ক্যানন পাওয়ারশট এস-১০০ বাংলাদেশে এনেছে জেএএন অ্যাসোসিয়েটস। ঢাকার বিসিএস কম্পিউটার সিটির দ্বিতীয় তলায় এ ক্যামেরা পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৮৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।