ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এসেছে সর্বোচ্চ গতির স্পার্ক সাভার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৩
এসেছে সর্বোচ্চ গতির স্পার্ক সাভার

নতুন স্পার্ক টি৫ ও এম৫ সার্ভার বাজারে এনেছে ওরাকল। এতে যুক্ত হয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির মাইক্রোপ্রসেসর।

এ বাজারে ব্যবসায় টিকে থাকতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার ও প্রয়োগ একান্তভাবে দরকার।

গতানুগতিক ধারার প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায় টিকে থাকা কঠিন। তাই ওরাকলের নতুন এ সার্ভার গ্রাহকেরা এ প্রতিযোগিতায় এগিয়ে থাকার সুযোগ পাচ্ছেন।

এরই মধ্যে ১৭টি বিশ্বরেকর্ড করেছে স্পার্ক টি৫ সার্ভার। ডাটাবেজ পারফরমেন্সের যে কোনো দিক থেকেই এটি সেরা পারফর্মার। ওরাকল ডাটাবেস সিরিজে স্পার্ক টি৫ সবচেয়ে দ্রুতগতির একক সার্ভার, সমজাতীয় আইবিএম পাওয়ার ৭৮০ পণ্যের চেয়ে এটি ১২ গুণ, আইবিএম পাওয়ার ৭৮০ মডেলের চেয়ে ২.৫ গুণ দ্রুত গতির এবং দামের দিক থেকে সাত ভাগের এক ভাগ।

এ সার্ভার সম্পর্কে ওরাকলের নির্বাহী সহ-সভাপতি জন ফ্লাওয়ার বলেন, বিশ্বের সবচেয়ে দ্রুতগতির মাইক্রোপ্রসেসর এর সংযোজনের মাধ্যমে ওরাকলে স্পার্ক পরিবার সম্পূর্ণ নতুন মাত্রা পেল। এর পারফরম্যান্স সমজাতীয় যে কোনো পণ্যের চেয়ে বেশ ভালো।

বাংলাদেশ সময় ২০২৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।