ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নকিয়াকে ২ হাজার কোটি রুপি জরিমানা

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৩
নকিয়াকে ২ হাজার কোটি রুপি জরিমানা

ভারতের দিল্লির উচ্চ আদালত নকিয়াকে কর ফাঁকির অভিযোগে ২ হাজার কোটি রুপি অর্থ জরিমানা করেছে। ভারতের আয়কর বিভাগ অভিযোগের ভিত্তিতে ফিনল্যান্ডের এ মোবাইল নির্মাতাকে এ বিশাল অঙ্কের জরিমানা করেছে।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

গত ২১ মার্চ ভারতের আয়কর বিভাগ আদালতের মাধ্যমে নকিয়াকে এক সপ্তাহের মধ্যে ২ হাজার কোটি রুপি পরিশোধ করার নির্দেশ দিয়েছে। এরই মধ্যে নকিয়া আনুষ্ঠানিকভাবে এ নির্দেশপত্র বুঝে পেয়েছে বলে জানিয়েছে। এটি সম্পূর্ণভাবে একটি অভিযোগপত্র বলে নকিয়া ভারত সূত্র জানিয়েছে।

ভারত এবং ফিনল্যান্ডের দ্বিপক্ষীয় ব্যবসা চুক্তির অধীনে চলমান এ সমস্যার সমাধান করা হবে। নকিয়া ভারতের আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। তাই এ আইনি জটিলতার দ্রুতই কেটে যাবে বলে ভারতের নকিয়া সূত্র জানিয়েছে।

এ অভিযোগের বিপরীতে এরই মধ্যে ২২ মার্চই দিল্লির উচ্চ আদালতে রিট দায়ের করে। এ বিষয়ে আদালত ভারতের আয়কর বিভাগকে অবহিত করেছে।

প্রসঙ্গত, গত ১৮ বছর ধরে নকিয়া ভারতে দাপটের সঙ্গে বাজার নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে। ভারতের অর্থনৈতিক উন্নতিতে নকিয়ার একটি গুরুত্বর্পণ ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। ভারতের চেন্নাইয়ে প্ল্যান্ট স্থাপনে ৩৩ কোটি ডলার বিনিয়োগ করেছে নকিয়া।

এ বছরে ভারতে গুরগাও এবং হারিয়ানায় আরও দুটি অফিস প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। রিটের জবাবে ভারতের আয়কর বিভাগ অচিরেই আদালতকে অবহিত করলে এ অভিযোগের নিস্পত্তির দিকে এগোবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

বাংলাদেশ সময় ১৯২৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।