ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেসিসের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৩
বেসিসের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস)ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বেসিস কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর।

গত তিন মাসে বেসিসের সম্পাদিত বিভিন্ন কর্মসূচির বিবরণসহ আগামী তিন মাসের পরিকল্পিত কর্মসূচি সম্পর্কে অবহিত করেন ফাহিম মাশরুর।

উল্লেখ্য, আগামী ত্রৈমাসিক কর্মসূচির মধ্যে রয়েছে বেসিস সফটএক্সপো ২০১৩, আমেরিকা-বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিট, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৩, সফটওয়্যার ও আইটি সার্ভিস ক্যাটালগ ২০১৩ প্রকাশ।

সভায় উপস্থিত বেসিস সদস্যরা সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিভিত্তিক কাজের (আইটিই্এস) স্থানীয় বাজার সম্প্রসারণ, সরকারি প্রকল্পে আইটি কার্যক্রমের পৃথক টেন্ডার আহবান এবং বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জল করতে বেসিস নির্বাহী পরিষদকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহবান জানান। এসময় নির্বাহী পরিষদের সদস্যরা তাদের সুপারিশ বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করবেন বলে আশ্বস্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র সহ সভাপতি শামীম আহসান, যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান, পরিচালক শাহ ইমরাউল কায়ীশ এবং নাভিদুল হক।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৩
সম্পাদনা: সিজারাজ জাহান মিমি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।