ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পুঁজিবাজারে আইসিটি প্রতিষ্ঠানের অংশগ্রহণ সহজ করার প্রস্তাব

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৩
পুঁজিবাজারে আইসিটি প্রতিষ্ঠানের অংশগ্রহণ সহজ করার প্রস্তাব

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস(বেসিস) সভাপতি একেএম ফাহিম মাশরুরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন।

পুঁজিবাজারে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে বৃহস্পতিবার তারা এসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের কার্যালয়ে যান।

   

বেসিস নেতৃবৃন্দ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের জন্য বিশেষ নীতিমালা প্রণয়ন এবং আইপিও’র ( ইনিশিয়াল পাবলিক অফারিং) ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক সর্বনিম্ন (পেইড-আপ ক্যাপিটালের) পরিমাণ সংশোধন করে ১০ কোটি টাকা নির্ধারণে বিএসইসি চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। বেসিসের প্রস্তাবনা অবিলম্বে পর্যালোচনাপূর্বক সম্ভবপর সবরকম সহযোগিতার আশ্বাস দেন ড. এম খায়রুল হোসেনে।

এসময় বেসিসের সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান এবং প্রাক্তন সভাপতি রফিকুল ইসলাম রাউলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৩
সম্পাদনা: সিজারাজ জাহান মিমি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।