ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সৌরবিদ্যুৎ উৎপাদনে ওবামার নতুন উদ্যোগ

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১০
সৌরবিদ্যুৎ উৎপাদনে ওবামার নতুন উদ্যোগ

যুক্তরাষ্ট্রে সৌরবিদ্যুৎ এর মানোন্নয়নে ১০০ কোটি ৮৫ লাখ ডলার বরাদ্দ করেছেন বারাক ওবামা। এই অনুমোদনে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে ঘোষণা দেওয়া হয়।

এ মূহুর্তে যুক্তরাষ্ট্রের দুটি সৌরবিদ্যুৎ নির্মাতা প্রতিষ্ঠানকে ১০০ কোটি ৮৫ লাখ ডলার ঋণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সৌরবিদ্যুৎ নির্মাতা দুটি প্রতিষ্ঠান হচ্ছে অ্যাবেনগো সোলার ও অ্যাবাউন্ড সোলার ম্যানুফেকচারিং। অ্যাবেনগো প্রতিষ্ঠানটি অ্যারিজোনায় বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করবে। সেজন্য তাদের ১০০ কোটি ৪৫ লাখ ডলার দেওয়া হবে। প্রতিষ্ঠানটি প্রায় ৭০ হাজার ঘরের জন্য সৌরবিদ্যুৎ উৎপাদন করবে।

অন্যদিকে বাকি ৪০ কোটি ডলার প্রদান করা হচ্ছে অ্যাবাউন্ড সোলার ম্যানুফেকচারিং প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানটি ইন্ডিয়ানা ও কোলোরাডোতে সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে। প্রতিষ্ঠান দুটি প্রায় ৩ হাজার ৫০০ জনের কর্মসংস্থান সৃষ্টি করবে। প্রাতিষ্ঠানিক সূত্রে জানা যায়, বারাক ওবামার গৃহীত উদ্যোগটি দেশে কর্মসংস্থান সৃষ্টির সঙ্গে জনসাধারণকে সবুজ প্রযুক্তি ব্যবহারের প্রতি সচেতন করবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩১৫ ঘণ্টা, জুলাই ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।