ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চার্জের সময় জ্বলে উঠছে আইফোন ফোর

সিজারাজ জাহান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১০
চার্জের সময় জ্বলে উঠছে আইফোন ফোর

আবারও নতুন এক সমস্যায় পড়েছে আইফোন ফোর ভোক্তারা। প্রতিকূলতা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও নতুন সমস্যার উদ্ভব হয়েছে।

অভিযোগ উঠেছে, আইফোন ফোর চার্জ এর সময় ইউএসবি পোর্টটি অতিরিক্ত গরম হয়ে আগুন তৈরি করছে।

যদিও উদ্ভাবিত আইফোন ফোর নিয়ে অনেক বিতর্ক আছে। এ মুহূর্তে আলোচিত ফোনটি ভোক্তা কিংবা ক্রেতাদের মধ্যে কিছুটা হলেও বিভ্রান্তির সৃষ্টি করছে। জেনিস নামের এক যুবক তার প্রতিবেদনে আইফোন ফোর এর বিস্ফোরণের ত্রুটিপূর্ণ ছবি প্রকাশ করেছে। এর আগে এটিঅ্যান্ডটি সংস্থার বিপণনকেন্দ্রগুলো থেকে পণ্যটি ক্রয়ে ক্রেতাদের বিভিন্ন প্রশ্ন ছিল। তবুও আশা ছিল ত্রুটিমুক্ত আইফোন ফোর পাওয়ার। কিন্তু অভিযোগকৃত ত্রুটি সংশোধন করার পরও পণ্যটির সমস্যা পুনরায় চিহ্নিত হয়। মূলত অ্যাপল ক্যাবল এর মাধ্যমে আইফোন কমপিউটারের সঙ্গে যুক্ত করা হয় তখন সমস্যাটি দেখা যায়।

অভিযোগের প্রেক্ষিতে বিপণনকেন্দ্রগুলো থেকে নিশ্চিত করা হয়, ত্রুটিপূর্ণ ইউএসবি পোর্টের কারণে সমস্যাটি সৃষ্টি হচ্ছে। বিজিআর প্রতিবেদনে প্রকাশ করা হয়, পণ্যটির বিজেল অতিমাত্রায় গরম হয়ে যায়। ফলে আইফোন ফোর এর ইউএসবি পোর্ট ধীরে ধীরে গলতে শুরু করে। তবে ভোক্তারা অচিরেই এ সমস্যার সমাধানের অপেক্ষায় আছেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬২০ ঘণ্টা, জুলাই ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।