ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইভেন্ট অফার :.

৩৪ হাজার টাকায় এইচপি এলইডি ল্যাপটপ

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১১
৩৪ হাজার টাকায় এইচপি এলইডি ল্যাপটপ

সুপরিচিত ব্র্যান্ড এইচপি কমপ্যাক প্রেসারিও সিকিউ৪২-৪০১টিইউ মডেলের নতুন ল্যাপটপ এখন দেশে। এর মূল পর্দা ১৪.১ ইঞ্চি এলইডি বিশিষ্ট।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মডেলে বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে ২.১০ গিগাহার্টজের সেলেরন ডুয়াল কোরযুক্ত প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, সুপার মাল্টি ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লুটুথ এবং কার্ড রিডার সুবিধা।

সঙ্গে থাকছে ক্যারিং ব্যাগ। আছে বিক্রয়োত্তর সেবা। এ মুহূর্তে দাম ৩৪ হাজার টাকা।

উল্লেখ্য, সিলেটে অনুষ্ঠিত বিসিএস প্রদর্শনীতে এ ল্যাপটপের সঙ্গে বাড়তি উপহার হিসেবে টিশার্ট এবং দামে আরও কিছুটা ছাড় পাওয়া যাবে বলে বিপণনকারী সূত্র জানিয়েছে।

অনুসন্ধানে : স্মার্ট টেকনোলজিস বিডি। হ্যালো : ০১৭৩০ ৩১৭৭৩১।

বাংলাদেশ স্থানীয় সময় ২০২৮, ফেব্রুয়ারি ১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।