ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সফটএক্সপো আপডেট :

শুক্রবার সফটএক্সপোতে থাকছে বিশেষ অ্যাওয়ার্ড নাইট

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১১
শুক্রবার সফটএক্সপোতে থাকছে বিশেষ অ্যাওয়ার্ড নাইট

এবারের চলতি বেসিস আয়োজিত সফটএক্সপোতে ৪ ফেব্রুয়ারি ‘জব ফেয়ারে’র জীবনবৃত্তান্ত প্রদানকারীদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে প্রাথমিক নির্বাচন করা হবে।

এছাড়াও শুক্রবার রাতে থাকছে ‘অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠান’।

এতে ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড, কোড ওয়ারিয়র, আইটি ইনোভেশন সার্চসহ প্রায় ৩০টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

এরই মধ্যে বার্ষিক এ সফটওয়্যার প্রদর্শনী উদীয়মান তরুণ প্রযুক্তি উদ্ভাবকদের আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে। দিনের পুরো সময়জুড়ে দশনার্থী, প্রযুক্তিপ্রেমী আর করপোরেটদের আনগোনা সে কথাই বলছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর পর্দা নামবে ৫ ফেব্রুয়ারি। উল্লেখ্র, এ প্রদর্শনীতে ১১০টি দেশীয় এবং ১০টি বিদেশি প্রতিষ্ঠান সরাসরি অংশ নিচ্ছে।

এরই মধ্যে ‘বাংলাদেশ ইন টপ থার্টি আইটি আউটসোর্সিং ডেস্টিনেশনস ইন গার্টনার র‌্যাংকিং: অ্যাকশন প্ল্যান ফর ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক বহুল আলোচিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, দেশের তথ্যপ্রযুক্তির মানোন্নয়ন হচ্ছে। প্রতিদিনের জীবনপ্রণালীও বদলে দিচ্ছে তথ্যপ্রযুক্তি।

এ সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিক, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব গোলাম হোসেন, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ ও আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান।

এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসিসের সভাপতি মাহবুব জামান। বক্তাদের মূল ভাষ্য, ইংরেজি ভাষা নিয়ে আরও যতœশীল হতে হবে। কেননা আন্তর্জাতিক অঙ্গনে এর কোনো বিকল্প নেই। এছাড়াও অবকাঠামোগত উন্নয়নে দ্রুত উদ্যোগ গ্রহণ করার প্রতি গুরুত্ব দেওয়া হয়।

সফটএক্সপোর ‘টেলিকম ফর কমন পিপল অ্যান্ড আইসিটি ইন্ডাস্ট্রি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু বলেন, তথ্যপ্রযুক্তির কল্যাণে বিশ্ব যেভাবে এগুচ্ছে তাতে আগামী ৪০ বছর পর বিশ্ব কোথায় গিয়ে দাঁড়াবে তা ভাবাও মুশকিল। এজন্য আমাদের তরুণদের এ খাতে আরও দক্ষ করে তুলতে তাগিদ প্রদান করেন।
এ সেমিনারে টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস বলেন, তথ্যপ্রযুক্তির সার্বিক সুবিধা গ্রামেও পৌঁছে দিতে হবে। এরই মধ্যে শিক্ষা, কৃষি, আইন-কানুন সবকিছুই তথ্যপ্রযুক্তির আওতায় চলে এসেছে। প্রতিটি ইউনিয়নে তথ্যকেন্দ্র প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সেমিনারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, বেসিসের কোষাধ্যক্ষ সৈয়দ আলমাস কবিরসহ আরও অনেকে। বক্তারদের ভাষ্যমতে, সরকারের সেবা নিতে আগে জনগণ যে ভোগান্তিতে পড়তো, এ মাত্রা এখন অনেকটাই কমেছে।

কারণ মোবাইল ফোনের বার্তার মাধ্যমে অনেক সেবাই এখন গ্রামের কৃষকের কাছেও পৌঁছে যাচ্ছে। মোবাইল ফোন স্বাস্থ্যসেবা থেকে আইনের সহযোগিতাও পাচ্ছে দেশের নাগরিকেরা।

অন্যদিকে ‘বিজনেস লিংকিং ফর এক্সপ্লোরিং আউটসোর্সিং আইটি অ্যান্ড আইটিইএস টু ইইউ’ শীর্ষক সেমিনার। এতে আউটসোর্সিং ব্যবসার উন্নয়নে সরকারের অতি প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দেওয়ার কথা বলা হয়।

এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব গোলাম হোসেন। এতে বক্তব্য রাখেন বেসিস সভাপতি মাহবুব জামান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহীম, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আলপন্স হেংকেংস ও এনটিএফ টু বাংলাদেশ প্রকল্পের ম্যানেজার মার্টিন ল্যাব।

উল্লেখ্য, পুরো সফটওয়্যার প্রদর্শনীজুড়ে থাকছে সমসাময়িক গুরুত্বপূর্ণ নানা বিষয়ের ২০টিরও সেমিনার সেমিনার। শুক্রবার প্রদর্শনীতে ৪টি সেমিনার অনুষ্ঠিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ন্যাশনাল ই-গভর্ন্যান্স আর্কিটেকচার, ইলেকট্রনিক অ্যান্ড মোবাইল পেমেন্ট: ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জ, রোবকপ জুনিয়র উল্লেখযোগ্য।

বাংলাদেশ স্থানীয় সময় ২১৫৮, ফেব্রুয়ারি ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।