ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হট বিটস :

প্রযুক্তি মহারথীদের সঙ্গে একান্ত বৈঠকে বারাক ওবামা!

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১
প্রযুক্তি মহারথীদের সঙ্গে একান্ত বৈঠকে বারাক ওবামা!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিলিকন ভ্যালির প্রধান নির্বাহীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সৌজন্য সফরে তিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের সঙ্গে কথা বলেছেন।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এ সাক্ষাৎকার অভিযানে আরও উপস্থিত ছিলেন অ্যাপলের স্টিভ জবস এবং গুগলের প্রধান নির্বাহী ইরিখ। এছাড়াও ছিলেন টুইটার, ইয়াহু এবং ওরাকালের উর্ধ্বতন কর্তব্যক্তিরা।

প্রযুক্তিপ্রেমী প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তিশৈলীর মানোন্নয়নে আরও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেওয়া হবে।

ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এ গোপন বৈঠকের মূখ্য উদ্দেশ্য তা স্পষ্ট নয় বিশেজ্ঞদদের কাছে। তবে এ পেছনে অতিবাণিজ্যিক কর্মকৌশল আছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।  

বাংলাদেশ স্থানীয় সময় ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।