ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তারুণ্যের ওয়ান স্টপ মোবাইল শপ নিয়ে নকিয়া

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১১
তারুণ্যের ওয়ান স্টপ মোবাইল শপ নিয়ে নকিয়া

নকিয়া বাংলাদেশের উদ্যোগে চালু হয়েছে নকিয়া প্লেস্টোর। আনন্দের সঙ্গে কেনাকাটা করার অনবদ্য এ সুযোগ তৈরি করেছে নকিয়া প্লেস্টোর।

সূত্র এ তথ্য জানিয়েছে।

ঢাকার ধানমন্ডিতে অবস্থিত নকিয়া প্লেস্টোর তরুণ প্রজন্মের অনুরাগীদের জন্য বিনোদন ও শপিংয়ে এটি একটি অন্যতম উদ্যোগ।

নকিয়া প্লেস্টোর স্থাপনার পেছনে তারুণ্যের পছন্দকেই প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। সঙ্গে নকিয়া প্লেস্টোরকে আনন্দকেন্দ্রে হিসেবে সজ্জিত করা হয়েছে। নকিয়া তার গ্রাহকদের জন্য অভি স্টোরের সর্বশেষ ও চমকপ্রদ অ্যাপ্লিকেশন ও গেম নিয়ে সরাসরি প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে।

নকিয়া ইমার্জিং এশিয়ার হেড অব মার্কেটিং সাজিদ রিজওয়ান মতিন জানান, তরুণ প্রজন্ম গ্রাহকদের কাছে নকিয়া রিটেইল শপে কেনাকাটা আরও আকর্ষণীয় ও প্রাসঙ্গিক করে তুলতেই নকিয়া প্লেস্টোর প্ল্যাটর্ফম তৈরি করা হয়েছে। এ কেন্দ্রে তরুণরা অভি স্টোরের সব ধরনের আকর্ষণীয় ফিচার সম্পর্কে জানার সুযোগ পাবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ২২১৫, মার্চ ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।