ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হাইটেক পার্ক ও ডিআইআইটি’র চুক্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
হাইটেক পার্ক ও ডিআইআইটি’র চুক্তি

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন, হাই-টেক পার্ক পরিচালিত “সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাইটেক পার্ক” প্রকল্পের আওতায় আইটি/আইটিইএস সেক্টরের উন্নয়নে হাইটেক পার্ক এবং ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তির ফলে দেশের শিক্ষিত বেকার যুবকদের স্কিল এনহেন্সমেন্ট প্রোগ্রামে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের জন্য সহায়তা করা হবে।



সোমবার হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালকের অফিস কক্ষে ডিআইআইটি’র পরিচালক রথীন্দ্রনাথ দাস ও হাইটেক পার্ক, সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাই টেক পার্ক প্রকল্প পরিচালক এ এন এম শফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব হোসনে আরা বেগম ও ডিআইআইটি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান,  হাইটেক পার্ক, সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাইটেক পার্ক উপ-প্রকল্প পরিচালক ও উপ-সচিব আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ প্রকল্পের আওতায় দেশের ২৩০০ শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

বাংলাদেশ সময়:১৬২১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।