ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এসোসিও সামিট ২০১৪’তে বিসিএস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
এসোসিও সামিট ২০১৪’তে বিসিএস

ভিয়েতনামের হেনয়ের জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে আয়োজিত এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (এসোসিও) সামিট ২০১৪’তে অংশগ্রহণ করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এসোসিও-র দ্বিবার্ষিক সম্মেলনে বিসিএস’র যুগ্ম-মহাসচিব এস.এম.ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করছেন।



প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন বিসিএস‘র পরিচালক এ.টি.শফিক উদ্দিন আহমেদ, বাইনারি লজিকের স্বত্বাধিকারী মনসুর আহমেদ চৌধুরী, সিএন্ডসি ট্রেড ইন্টারন্যাশনালের সিইও প্রকৌ: সুব্রত সরকার, পিসি গার্ডেনের সিইও আহসানুল ইসলাম নওশাদ, সুপিরিয়র ইলেকট্রনিক্স প্রা: লি: এর পরিচালক মঞ্জুরুল হক, সিএনএস কম্পিটারের সিইও হাসান কাজী মাহমুদুল, অ্যালোহা আইশপ এর সিইও আবু নাছের এবং এস এন টেকনোলজির স্বত্বাধিকারী আবদুল মালাক খান।

এসোসিও সামিটের বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনা সভায় তারা অংশগ্রহণ করবেন এবং সামিটে অংশগ্রহণকারী বিভিন্ন সদস্য দেশের সংস্থা সমূহের সাথে দ্বিপাক্ষিক সভায়ও মিলিত হবেন। এছাড়া বিসিএস প্রতিনিধি দল তাইওয়ানের ইনফরমেশেন সার্ভিস ইন্ডাস্ট্রি এসোসিয়েশন (সিসার) সভাপতির আমন্ত্রণে নেটওয়ার্কিং ডিনারে অংশগ্রহণ করবেন এবং ভিয়েতনামের সফটওয়্যার অ্যান্ড আইটি সার্ভিস অ্যাসোসিয়েশনের (ভিনাসা) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।

উল্লেখ্য, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) বাংলাদেশে এসোসিও’র একমাত্র সদস্য হিসেবে এশিয়ান ওশেনিয়ান অঞ্চলে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে নেতৃত্ব দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।