ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক অব বাংলাদেশ গভর্নমেন্ট’ শীর্ষক সেমিনার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
‘ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক অব বাংলাদেশ গভর্নমেন্ট’ শীর্ষক সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সরকার রাজধানী থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত হাই-স্পীড কানেকটিভিটির মাধ্যমে ই-গভর্নেন্স বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ, সঠিকভাবেই-গভর্নেন্স বাস্তবায়িত হলে গুড গভর্নেন্স বাস্তবায়নও সহজ হয়ে যাবে। যার মধ্য দিয়ে সরকারের ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রয়াস সফল হবে।



বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বিসিসি অডিটোরিয়ামে ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব দ্যা ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক অব বাংলাদেশ গভর্নমেন্ট’শীর্ষক সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি)নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(আইসিটি) সচিব শ্যামসুন্দর সিকদার। আলোচনায় অংশ নেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলা গভ.নেট প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান  SK C&C Co Ltd  এর গ্লোবাল ম্যানেজার ব্রায়ান ব্রে প্রমুখ।

সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থার ২৫০ জনকর্মকর্তা অংশগ্রহণ করেন।

এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৫৬টি মন্ত্রণালয়, ১১৪টি অধিদপ্তর, ৬৪টি জেলা ও প্রত্যেক জেলার ১টি করে উপজেলা ব্যাকবোন নেটওয়ার্কের আওতায় চলে আসবে। যার ফলে দ্রুত ডাটা ট্রান্সফার, ভিডিও কনফারেন্সিং ও আইপি ফোন ব্যবহারের সুবিধাসহ ইনফ্রা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি সাধিত হবে বলে আশা করছেন সংশ্লীষ্টরা।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।