ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল রোবট একপায়ে দাঁড়ায়, গাড়ি চালায় (ভিডিও)

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
গুগল রোবট একপায়ে দাঁড়ায়, গাড়ি চালায় (ভিডিও)

গুগল এবার রোবট ‍বানিয়েছে। নাম অ্যাটলাস।

গুগল মালিকানাধীন বস্টন ডায়নামিকস ছয় ফুট ২ ইঞ্চি উচ্চতার, ৩৩০ পাউন্ড ওজনের এই রোবটেটি বানিয়েছে।

গোটা শরীরে ২৮টি হায়ড্রোলিকাল জয়েন্ট এই রোবটের। আর বলা হচ্ছে, এ-যাবতকালে যত রোবট তৈরি হয়েছে তার সবক’টির চেয়েই সেরা অ্যাটলাস। ফ্লোরিডা ইনস্টিটিউট ফর হিউম্যান অ্যান্ড মেশিন ইন্টারঅ্যাকশন এর লেখা সফটওয়ারের ভিত্তিতে তৈরি রোবটটি।

এই রোবট এক পায়ে দাঁড়াতে পারে, গাড়ি চালাতে পারে।

প্রকৃতির বিভিন্ন দিক মাথায় রেখেই রোবটটি বান‍ানো হয়েছে, বললেন এর গবেষক-নির্মাতারা।
Robot-2
চিতাবাঘের গতি, ঘোড়ার শক্তি, বানরের কৌশল আর মানুষের বহুমুখিতার দিকগুলো এই রোবট তৈরিতে প্রেরণা হিসেবে কাজ করেছে।

ফলে গুগলের তৈরি এই রোবট যেমন ক্ষিপ্র, তেমনি দক্ষ। মানুষ পারে এমন অনেক কিছুই এর রোবট করতে পারবে।

অ্যাটলাস তার একটি পা তুলে রেখে দাঁড়াতে পারে, যে কোনো কিছু মাটি থেকে তুলতে তা বহন করতে পারে, আর হাত ও পা দিয়ে কোনো কিছু বেয়ে উঠতে পারে।

বাংলাদেশ সময় ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪



 

 

 

 

 

 

বাংলাদেশ সময় ১০৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।