ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টুইনমস’র অল ইন ওয়ান পিসি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
টুইনমস’র অল ইন ওয়ান পিসি

টুইনমস ব্রান্ডের ‘এসসিএআই০২১৫-আই৩বি০১’ মডেলের অল ইন ওয়ান পিসি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস। এর হার্ডওয়্যার বৈশিষ্ট্যে রয়েছে ইন্টেল থার্ড জেনারেশন কোর আই থ্রি ৩.৪০গিগাহার্জ প্রসেসর, ৪ গিগাবাইট ডিডিআরথ্রি ৠাম, ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ, ইন্টিগ্রেটেড এইচডি গ্রাফিক্স।



অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে ২১.৫ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে, ইন্টেল বি ৭৫ চিপসেট, এক্সপ্রেস চিপসেট, থ্রি-ডি সাউন্ড সিস্টেম, ডাবল কপার টিউব হিট সিঙ্ক, ২ মেগাপিক্সেল ওয়েবক্যাম, ওয়্যারলেস কীবোর্ড এবং মাউস।

১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ব্রান্ড পিসিটির বাজার মূল্য ৪৫ হাজার টাকা।

উল্লেখ্য, প্রায় একই স্পেসিফিকেশনের ইন্টেল কোর আই ফাইভ এবং কোর আই সেভেন প্রসেসরযুক্ত আরো দুটি অল ইন ওয়ান পিসি এনেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।