ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ছুঁয়ে দেখা যাবে ওবামাকে! (ভিডিও)

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
ছুঁয়ে দেখা যাবে ওবামাকে! (ভিডিও)

ঢাকা: বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সুযোগ পেলে তাকে কাছ থেকে দেখার ইচ্ছা হয়তো কমবেশি সবারই হয়।

তবে সে সুযোগ হয়তো আসে কালেভদ্রে। তবে এবার ওবামাকে ছুঁয়ে দেখার সুযোগ দিচ্ছে আইটি প্রতিষ্ঠান।

এখন থেকে আর ওবামাকে কাছ থেকে দেখার আশায় বসে দিন গুনতে হবে না। আমেরিকায় গেলে হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়েও থাকতে হবে না ঘণ্টার পর ঘণ্টা।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের আবক্ষ মূর্তি 'প্রিন্ট' করে রীতিমতো হৈচৈ ফেলে দেওয়া স্মিথসনিয়ান ইনস্টিটিউট নিয়েছে আরও একটি পদক্ষেপ। সম্প্রতি তারা প্রকাশ করেছে ওবামার থ্রিডি প্রতিচ্ছবি। আর সে সব ছবির প্রদর্শনী চলছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির স্মিথসনিয়ান ক্যাসেলে।



নামেই শুধু ছবি, আদতে আসলে চোখ, কান, নাক, মুখ সব ছুঁয়ে দেখা যায় এমন মূর্তিই তৈরি করছে স্মিথসনিয়ান কোম্পানি।

অবশ্য তারচেয়েও মজার বিষয়, স্মিথসনিয়ানের থ্রিডি প্রিন্টারের কাজের ধারা।

হোয়াইট হাউস সূত্র জানায়, নিজের ছবির মূল অবজেক্টটি তৈরি করতে দিতে ওবামাকে বসতে হয়েছিল ৫০টি এলইডি লাইটের সামনে।

সেখানে তার দিকে চোখ মেলেছিল আটটি হাই রেজ্যুলেশন স্পোর্টস ক্যামেরা ও ছয়টি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

সবদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে মার্কিন প্রেসিডেন্টের ছবি তোলার পর কম্পিউটারে একটুখানি এডিট শেষে যখন 'প্রিন্ট' কমান্ড দেওয়া হয়, তখন দেখা যায় একটু একটু করে তৈরি হচ্ছেন আরেক ওবামা!

অনেকটা কেকের মতো আবার অনেকটা টাইপ মেশিনের মতো - এমনই দেখনদারি এই থ্রিডি প্রিন্টারের কার্যপ্রণালী।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।