ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪
গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু ছবি: জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার মেলা শুরু হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়।

তবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হবে বিকেল ৪টায়। মেলা  চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

মেলায় অংশগ্রহণ করা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে রয়েছে বিশেষ উপহার ও ছাড়। এখানে দর্শনার্থীরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই-বাছাই করে দেখতে ও কিনতে পারবেন।

এক্সপো মেকারের হেড অব অপারেশনস নাহিদ হাসনাইন সিদ্দিকি বাংলানিউজকে জানান, সকাল ১০টা থেকে যে যার মতো স্টলে স্মার্টফোন ও ট্যাবের পসরা
সাজিয়েছেন।

আয়োজকেরা জানান, তৃতীয় বারের মতো শুরু হলো এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের তৃতীয় প্রদর্শনী। এবারের আয়োজনে
টাইটেল স্পন্সর হিসেবে আছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। টিকিট বুথ স্পন্সর হিসেবে রয়েছে এডাটা।

এসব ব্র্যান্ড ছাড়াও পাঁচটি প্যাভিলিয়ন, পাঁচটি মিনি প্যাভিলিয়ন ও ১১টি স্টলে প্রযুক্তি-পণ্য প্রদর্শন করছে ওকাপিয়া, ম্যাক্সিমাস, এসার, মাই সেল, জিওমি, এডাটা, আরএনটেক, এইচটিএস, ডিএক্স জেনারেশন, প্রেস্ট্রিজিও,গ্যাজেটে গ্যাং, সেভেনসহ নামিদামী ব্র্যান্ডের বিখ্যাতসব প্রযুক্তি প্রতিষ্ঠান।

মেলার অন্যতম আকর্ষণ হলো সর্বশেষ প্রযুক্তি ও মডেলের ডিভাইস প্রদর্শনী।

এতে রয়েছে প্রথমবারের মতো মোবাইল গেইমিং কনটেস্ট। অ্যাপ প্রদর্শনীর জন্য একটি অ্যাপ জোনের ব্যবস্থাও রয়েছে।

মেলা উপলক্ষে ‘গেজ দ্য স্মার্টফোন কনটেস্ট’ নামে ফেইসবুকে একটি প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে বিজয়ীদের আকর্ষণীয় ট্যাব ও স্মার্টফোন পুরস্কার দেওয়া হবে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় দর্শনার্থীদের সমাগম বাড়তে দেখা গেছে।

মেলা সকাল ১০টায় শুরু হয়েছে, যা চলবে রাত ৮টা পর্যন্ত। প্রবেশমূল্য ২০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে অথবা আইডিকার্ড প্রদর্শন করে বিনামূলে মেলায় প্রবেশ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।