ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেলায় সাড়ে ৪ হাজারে বাচ্চাদের ট্যাব

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪
মেলায় সাড়ে ৪ হাজারে বাচ্চাদের ট্যাব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা স্মার্টফোন ট্যাব মেলায় মাত্র চার হাজার ৫০০ টাকায় মিলছে বাচ্চাদের ব্যবহারযোগ্য ট্যাব। বিশেষ ছাড়সহ পণ্যটির ক্রেতারা উপহার হিসেবে একটি লেদার কভারও পাচ্ছেন।



তাইওয়ানের এইচটিএস ব্র্যান্ডের এইচটিএস-১০০ মডেলের এই ট্যাবটি অ্যান্ড্রয়েড ৪.১.১ (জেলিবিন) সংস্করণ নির্ভর। এর ৭ ইঞ্চি পর্দায় রেজ্যুলেশন ৮০০ বাই ৪৮০। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে র‌্যাম ৫১২ ডিডিআরথ্রি, সিপিইউ ১.২ গিগাহার্জ, ৮ জিবি মেমোরি, ডুয়্যাল ক্যামেরা। ওয়াইফাই সমর্থিত এ পণ্যে এক্সটার্নাল থ্রিজি মডেম ব্যবহারেরও সুবিধা রয়েছে। ব্যাটারি ক্ষমতা ৩০০০।  

এছাড়া এইচটিএস ৩১১, ৩৬০, ইউ৫৮, এইচ১০, ইউ৬৯ মডেলগুলোতে আকর্ষনীয় ছাড় সহ ফ্রি লেদার কভার রয়েছে।

এরমধ্যে সর্বোচ্চ মূল্যের মডেল এইচটিএস-ইউ৬৯। অ্যান্ড্রয়েড ৪.২.২ (কিটক্যাট) ভার্সনে চলা এই ট্যাবের পর্দার আকার ৭ ইঞ্চি, রেজ্যুলেশন ১৯২০ বাই ১২০০। সিপিইউ অক্টাকোর প্রসেসরযুক্ত পণ্যটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে ২জিবি ডিডিআরথ্রি র‌্যাম, ডুয়্যাল সিম, থ্রিজি ভিডিও কল সুবিধা, ১৩ এমপি ক্যামেরা। মেলা উপলক্ষে ট্যাবটি পাওয়া যাবে ১৯ হাজার ৫০০ টাকায়।

প্রতিটি হ্যান্ডসেটে বিক্রয়োত্তর সেবা ১ বছর।

উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মু্ক্ত এই প্রযুক্তিপণ্যের উৎসব শেষ হচ্ছে ১৪ ডিসেম্বর।

 বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪


** মেলায় প্রেসটিজিও পণ্যে ব্যাপক চাহিদা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।