ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকের সাত-সতের

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ফেসবুকের সাত-সতের

অনলাইনে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক। সারাবিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে ওঠা এই ফেসবুকে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নানা ধরনের সেবা।

কিন্তু এখনও ফেসবুক সম্পর্কে অনেকেরই অনেক কিছুই অজানা রয়েছে। শুধু যারা ফেসবুকের ভক্ত বা ব্যবহারকারী তারাই নয় ইতিমধ্যে যারা অ্যাকাউন্ট খোলেনি বা খোলার আগ্রহ রয়েছে তাদের জন্য ‘ফেসবুকের সাত-সতের’ এনেছে নুরন্নবী চৌধুরী হাছিব। তথ্যপ্রযুক্তিতে আগ্রহীদের জন্য আগেও তার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে।

হাছিবের লেখা ‘ফেসবুকের সাত-সতের’তে ফেসবুকের প্রাথমিক বিষয়, অ্যাকাউন্টের বিস্তারিত, অ্যাকাউন্ট খোলার পদ্ধতি, ব্যবহার, নানা ধরনের টিপস, নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখাসহ ফেসবুকের অনেক অজানা এবং প্রয়োজনীয় সব তথ্য রয়েছে। এমনকি ফেসবুকের শুরুর কথা, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের অজানা সব মিথ, ফেসবুকের জনপ্রিয় কিছু মিথ, বাংলাদেশে ফেসবুকের অবস্থা, ফেসবুক ভিত্তিক বানিজ্য সম্পর্কে জানা যাবে এক বইতে।

বইটির প্রকাশক আদর্শ প্রকাশনী, প্রচ্ছদ করেছেন মানবেন্দ্র গোলদার। একুশে বইমেলার (স্টল-নং: ৪১১-৪১২) এছাড়া ঘরে বসে এই www.rokomari.com/nhasive ঠিকানায় অথবা ১৬২৯৭ নম্বরে ফোন করে পাওয়া ‘ফেসবুকের সত-সতের‘। দাম মাত্র ১৫০ টাকা।

উল্লেখ্য, এর আগেও হাছিবের লেখা তথ্যপ্রযুক্তি বিষয়ক ‘নানা কাজের মুক্ত সফটওয়্যার, বাংলা উইকিপিডিয়া কী এবং কেন, কাজের যত মোবাইল অ্যাপস এবং  কম্পিউটার ব্যবহারের ৫৫৫ টিপস’ প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।