ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেসিক আইটি প্রশিক্ষণ শুরু করেছে বাংলাদেশ টেকনোলজিস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
বেসিক আইটি প্রশিক্ষণ শুরু করেছে বাংলাদেশ টেকনোলজিস ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় ১৫ দিনের বেসিক আইটি প্রশিক্ষণ প্রদানের কাজ শুরু করেছে বাংলাদেশ টেকনোলজিস লিমিটেড। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভলপমেন্ট’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।



সাতক্ষীরার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজে গত ১৮ ফেব্রুয়ারি উদ্বোধনী প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্যায়ে অংশগ্রহণ করেন ৪০ জন নারী প্রশিক্ষণার্থী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পে সফলভাবে প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে প্রশিক্ষণার্থীরা কর্মসংস্থানের সুযোগ পাবেন। সেইসাথে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে সক্ষম হবে।

বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশের তথ্যপ্রযুক্তি খাতকে বিকশিত করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেননা প্রশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ ছাড়া তথ্যপ্রযুক্তির বিকাশ ও উন্নয়ন সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।