ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হতে হবে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক ও মুক্ত মনের অধিকারী হওয়ার উপদেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, এতে তাদের অন্যের প্রতি সহনশীল আচরণে উদ্বুদ্ধ করবে।



শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় খুলনা জিলা স্কুলের কলেজ শাখা প্রাঙ্গণে তিন দিনব্যাপী খুলনা বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের এসব উপদেশ দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মসিউর রহমান বলেন, বিজ্ঞান হলো উন্নয়নের পূর্বশর্ত। আর প্রযুক্তি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখে। প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব হয়। এর জন্য দরকার শান্তিপূর্ণ পরিবেশ।

এসময় তিনি ইনফো সরকার প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ের ৪৫ জন কর্মকর্তার মধ্যে ট্যাবলেট পিসি বিতরণ করেন। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

খুলনা বিভাগীয় প্রশাসন এ প্রযুক্তি মেলার আয়োজন করে।

এ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। মেলায় অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে বিজ্ঞান ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান, পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি এবং খুলনার জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।