ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টুইটার ব্যবহারকারীদের জন্য ‘হ্যারেজমেন্ট রিপোর্টিং টুল’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
টুইটার ব্যবহারকারীদের জন্য ‘হ্যারেজমেন্ট রিপোর্টিং টুল’

সোশ্যাল সাইটগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের প্রায়ই হয়রাণীর স্বীকার হতে হয়। কুকর্মকারীরা হুমকি সহ নানা ধরনের কুমন্তব্য করে টুইট করে থাকে এসব মাধ্যমে।

হয়ত এ ধরনের ঝামেলা থেকে রেহাই পেতে যাচ্ছে টুইটার ব্যবহারকারীরা। জনপ্রিয় এই মাইক্রোব্লগিং সাইট ব্যবহারকারীদের নিরাপত্তার দিকটি বেশ গুরুত্বের সাথে বিবেচনা করে এনেছে ‘হ্যারেজমেন্ট রিপোর্টিং টুল’ নামের নতুন ফিচার।

তাই এখন থেকে যখন তখন আসা এ ধরনের অনাকাঙ্খিত টুইট বার্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে ব্যবহারকারীরা।

তথ্য মতে, টুলটির মাধ্যমে সেইসব ব্যবহারকারী যারা নেতিবাচক বার্তা পাঠিয়ে থাকে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য রিপোর্ট আকারে গ্রহন করতে পারবে ভুক্তভোগী ব্যবহারকারীরা।

ফলে ব্যবহারকারীরা রিপোর্টস পুলিশের কাছে উপস্থাপন করতে পারবে। এতে টুইটের গুরুত্বপূর্ণ তথ্যসহ আইনি জোরদার সংক্রান্ত তথ্য থাকবে।

আশা করা হচ্ছে, অপরাধী সম্পর্কে যাবতীয় তথ্য প্রমাণস্বরুপ পুলিশের কাছে তুলে ধরতে এটি সহজ একটি ব্যবস্থা।

এ টুলটি সত্যিকারে কাজে লাগবে তাদের যারা প্রতিনিয়ত এমন সমস্যায় পড়ে।

যদিও এর আগে একজন ব্যবহারকারী এমন বিরক্তকর টুইটের জন্য টু্ইটারের থেকে তথ্য চেয়েছিল কিন্তু টুইটার সেভাবে সাড়া দেয়নি।

এ মুহূর্তে টুলটি সম্পর্কে বলা হচ্ছে এটি ব্যবহারকারীদের যথার্থ ব্যবহারের উপর নির্ভর করবে।
আর টুইটারের এ পদক্ষেপ সেরা কাজের একটি বলে গণ্য হলেও অনিশ্চয়তা রয়েছে পুলিশের তদন্ত অনুযায়ী কার্যক্রমে প্রভাব পড়বে কতখানি।

তবে হ্যারেজমেন্ট রিপোর্টিং টুলটি যে কোনো সময় যে কারও কাজে আসতে পারে ফলে নিজেকে হয়রাণী থেকে সুরক্ষিত রাখতে পারবে টুইটার ব্যবহারকারীরা প্রত্যাশা এখন এমন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২২, ২১০৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।