ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আখাউড়ায় ২ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
আখাউড়ায় ২ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব।



এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা সেলিম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ভূঁইয়া, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী প্রমুখ।

মেলায় পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রসহ বিভিন্ন ব্যাংকের ২০টি স্টল রয়েছে।

ইউএনও’র গোপন সহকারী জুয়েল মিয়া বাংলানিউজকে জানান, মেলায় স্টলগুলো দর্শনার্থীদের জন্য সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।