ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইল অ্যাপ উন্নয়ন বিষয়ক কোর্সের সনদ বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
মোবাইল অ্যাপ উন্নয়ন বিষয়ক কোর্সের সনদ বিতরণ ছবি : সংগৃহীত

ঢাকা: মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) অধীনে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়ন বিষয়ক সংক্ষিপ্ত কোর্স-২০১৫ এর সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) ঢাকার মিরপুর সেনানিবাসস্থ এমআইএসটি’র জেনারেল মুস্তাফিজুর রহমান মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয়।



আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সচিব শ্যাম সুন্দর সিকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

‍অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার, এসজিপি, এইচডিএমসি, পিএসসি।

গত ০১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এ কোর্স এমআইএসটি এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

কোর্সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৬ প্রশিক্ষণার্থীকে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।