ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দিরাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
দিরাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
 
বুধবার (০৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা গণমিলনায়তন হলে এ মেলার উদ্বোধন করেন- সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল হাই আল মাহমুদ।

 
 
পরে, গণমিলনায়তন হলে আলোচনা সভার আয়োজন করা হয়। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল হাই আল মাহমুদ।  
 
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিরাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুকূল চন্দ্র দেব, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুর রহমান প্রমুখ। এ সময় মৌসুমী আক্তার নামে একজন উদ্যোক্তা বক্তব্য রাখেন।
 
মেলায় ১৩টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে মেলা রাত ৯টা পর্যন্ত চলবে।  
 
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।