ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিএমপির ওয়েবসাইট হ্যাকের পর নিয়ন্ত্রণে

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, মে ৪, ২০১১
ডিএমপির ওয়েবসাইট হ্যাকের পর নিয়ন্ত্রণে

এবার হ্যাকারদের কবলে পড়ল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েবসাইট।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় এ সাইটটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়।

তবে খুব অল্প সময়ের মধ্যেই রাত সোয়া ৮টার দিকে হ্যাক হওয়া সাইটটির হ্যাকারদের নিয়ন্ত্রনমুক্ত করা হয়।

তবে কখন সাইটটি হ্যাক করা হয় এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সাইটটি হ্যাক করে হ্যাকাররা ‘টিম এস ডট বি’ বার্তায় নিজেদের পরিচয় প্রদর্শন করে। ড. এনজেল নামে এক ব্যক্তি এদের প্রধান বলে সাইটে তথ্যবার্তা তুলে ধরেন।

ডিএমপি ডটগভ ডটবিডি নামে এ সাইটি হ্যাকরারা হ্যাকিংয়ের পর এক তরুণীর পেছন দিকের ছবি প্রদর্শন করে। উল্লেখ্য, সরকারি এ সাইটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্পর্কিত নানা তথ্যচিত্র দেওয়া আছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।