ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নেপালে ফ্রি কলের সুবিধা দিচ্ছে স্কাইপে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
নেপালে ফ্রি কলের সুবিধা দিচ্ছে স্কাইপে

স্কাইপে দিয়ে নেপালে ল্যান্ডলাইন এবং মোবাইলে ফ্রি কল করা যাবে। ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের জন্য সুবিধাটি দিচ্ছে ইন্টারনেটে ভিডিও ও ভয়েস কলিং সেবা মাধ্যম স্কাইপে।



সংবাদমাধ্যমে এ বিষয়ে বলা হয়, শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নেপাল এখন লন্ডভন্ড। এ অবস্থায় সেখানে অবস্থানকারীদের সাথে যারা যোগাযোগের চেষ্টা করছে তারা স্কাইপের মাধ্যেমে তাদেরকে খুজে পেতে পারে। ক্ষতিগ্রস্ত সেসব পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ স্থাপনে সাহায্য করতে স্কাইপে নিজেদের সাধ্য অনুযায়ী এগিয়ে এসেছে। যারা এ মুহূর্তে যোগোযোগহীন অবস্থায় রয়েছে।

স্কাইপের অফিসিয়াল ব্লগের বিবৃতি অনুযায়ী নেপালে যে কোনো নাম্বারে স্কাইপে ব্যবহারকারীরা বিনামূল্যে কল করতে পারবে।

তাছাড়া নেপালের মতো যায়গায় এখন যোগাযোগের জন্য ইন্টারনেটই সবচেয়ে ভাল উপায়।
তাই মোবাইল নেটওয়ার্কসে বিঘ্ন ঘটলেও সংযোগ স্থাপনে সক্ষম হবে ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।