ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্কাই উন্মোচন করছে ত্রিমাত্রিক টিভি চ্যানেল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১০
স্কাই উন্মোচন করছে ত্রিমাত্রিক টিভি চ্যানেল

আগামী ১ অক্টোবর ২৪ ঘণ্টার ত্রিমাত্রিক টিভি চ্যানেল উন্মোচনের উদ্যোগ নিয়েছে স্কাই। তবে ত্রিমাত্রিক চ্যানেলটি শুধু থ্রিডি সমর্থিত টিভি, স্কাই এবং এইচডির যৌথ প্যাকেজের মিডিয়াগুলোতে উপভোগ করা যাবে।



অক্টোবরে চ্যানেলটি উন্মোচনের পর এতে বোল্ট এবং মনস্টার ভার্সেস অ্যালিয়ান্স নামে দুটি ত্রিমাত্রিক চলচ্চিত্র সম্প্রচার করা হবে। আর প্রধান আকর্ষণের তালিকায় আছে ৩ অক্টোবরের প্রিমিয়ার লিগ এর ম্যানচেস্টার বনাম চেলসির ফুটবল ম্যাচ।

তাছাড়া প্রায় ৬টি প্রিমিয়ার লিগ স্কাই এর ত্রিমাত্রিক চ্যানেলে সম্প্রচার করা হবে বলে জানা গেছে। তবে অন্য সব অনুষ্ঠানের বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে নারাজ স্কাই কর্তৃপক্ষ।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪২৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।