ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এয়ারটেলের ‘ডে-নাইট প্যাক’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এয়ারটেলের ‘ডে-নাইট প্যাক’

এয়ারটেলের স্মার্ট ইন্টারনেট পোর্টফোলিওতে যুক্ত হয়েছে ৩০ দিন মেয়াদের ৩জিবি প্যাক। ‘ডে-নাইট থ্রিজি ইন্টারনেট প্যাক’টি উপভোগ করা যাবে মাত্র ২৯৯ টাকায়।



এর মাধ্যমে ব্যবহারকারীরা দিনে ১জিবি এবং রাতে ২জিবির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

প্যাকটি টুজি নেটওয়ার্কেও ব্যবহার করা যাবে।

যারা দিনে সাধারণ ওয়েব ব্রাউজিং করেন এবং রাতে প্রচুর ডাউনলোড করেন সেইসব ব্যবহারকারীদের জন্য প্যাকটি উপযুক্ত। সেলফ সার্ভিস এবং খুচরা বিক্রেতা উভয়ের কাছে প্যাকটি পাওয়া যাবে।

এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও বলেন, আমরা এমন একটি সময়ে বসবাস করছি যেখানে সব কিছুই মোবাইলে এবং সকলেই অনলাইনে। টেলিকম ইন্ডাস্ট্রিতে আমাদের সাফল্য তখনই যুক্তিযুক্ত হবে যখন গ্রাহকদের জন্য দারুণ স্মার্ট ইন্টারনেট নিয়ে আসতে পারবো।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।