ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রুয়েটে চালু হলো ফেসবুক গ্রুপ

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, মে ১১, ২০১১

রাবি (রাজশাহী): রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)RUET Common Room নামে একটি ফেসবুক গ্রুপ চালু করা হয়েছে।

রুয়েটের সকল নবীন-প্রবীণ শিক্ষার্থীদের একত্রিত করার পাশাপাশি তাদের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রক্ষার জন্যই  এ ফেসবুক গ্রুপ চালু করা হয়েছে ।



গ্রুপ বিষয়ে রুয়েট শিক্ষক ড. শামীমুর রহমান বলেন, ‘এটি একটি ওপেন গ্রুপ। শুধুমাত্র রুয়েট শিক্ষার্থীদের জন্যই এটি তৈরি করা হয়েছে। ’

তিনি আরো বলেন, ‘এ ধরনের উদ্যোগ রুয়েটের সকল বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একত্রিত করতে সহায়তা করবে। এছাড়া এ গ্রুপের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পারিক ভাবের আদান-প্রদান করতেও সক্ষম হবেন। ’

তিনি এ গ্রুপে যোগ দেওয়ার জন্য রুয়েটের সকল শিক্ষার্থীদের  আহ্বান জানান।

রুয়েটের ফেসবুক গ্রুপ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী খন্দকার মারসুস বাংলানিউজকে জানান, ‘শিক্ষার্থীদের মধ্যে এ গ্রুপে যোগদানের আগ্রহ অনেক বেড়েছে। গ্রুপটি তৈরি হওয়ার কয়েকদিনের মধ্যেই এর সদস্য হাজারের ওপরে চলে গেছে। ’

ছাত্র কল্যাণ উপদেষ্টা ড.শামীমুর রহমান জানান, গ্রুপটিতে যোগ দিতে ফেসবুক থেকে RUET Common Room লিখে সার্চ দিলেই গ্রুপটি চলে আসবে। এরপর Request to Join এ ক্লিক করতে হবে। গ্রুপের সদস্যদের সঙ্গে গ্রুপচ্যাট করার জন্য rcrchat.co.nr এ লিংকে এ প্রবেশ করতে হবে।


বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।