ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আউটসোর্সিং পেশাদারদের জন্য ইআরকিউ অ্যাকাউন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুন ৮, ২০১৫
আউটসোর্সিং পেশাদারদের জন্য ইআরকিউ অ্যাকাউন্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আউটসোর্সিং পেশাজীবীদের জন্য ইআরকিউ (এক্সপোর্টার রিটেনশন কোটা) অ্যাকাউন্ট চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

এ সেবার মাধ্যমে আউটসোর্সিং পেমেন্ট হিসেবে অভ্যন্তরীণ রেমিটেন্স আয় করা যাবে।

এ ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ ভাগ বৈদেশিক মুদ্রা ইআরকিউ অ্যাকাউন্টে এবং দেশীয় মুদ্রা সেভিং অ্যাকাউন্টে যুক্ত হতে পারে। ব্যাংক থেকে এই সুযোগ পেতে বেসিস আউটসোর্সিং পেশাদারদের সনদপত্র প্রদান করবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গুলশান কার্যালয়ে সোমবার (৮ জুন) এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও আবরার এ আনোয়ার, হেড অব রিটেইল ক্লায়েন্ট আদিত্য মান্ডলই এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) এর প্রেসিডেন্ট শামীম আহসান ।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুন ৮, ২০১৫
এসই/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।