ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রযুক্তিপণ্যের প্রদর্শনীতে খেলায় খেলায় মূল্য ছাড়

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
প্রযুক্তিপণ্যের প্রদর্শনীতে খেলায় খেলায় মূল্য ছাড় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘মিট ডিজিটাল বাংলাদেশ’ আহ্বানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ‘বাংলাদেশ আইসিটি এক্সপো’।

প্রযুক্তিপণ্যের বৃহৎ এই আসরে নবীন প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান মেটসটেক দারুণ এক সুযোগ দিচ্ছে ক্রেতাদের।



ভাগ্য অনুযায়ী ক্রেতারা এখানে পণ্য-প্রতি ১ হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড় পাচ্ছেন। এজন্য মেটসটেক প্যাভিলিয়নে ‘ওয়ার্ল্ড ডার্ট’ গেম খেলে ক্রীত ডিভাসের নির্ধারিত মূল্য থেকে দারুণ এই সুযোগটি উপভোগ করা যাবে।

গেম খেলার নিয়ম, হলো ক্রেতাকে গেম বোর্ডে থাকা ১০০, ৩০০, ৫০০ এবং ১,০০০ টাকার ঘরে তীর নিক্ষেপ করতে হবে। ফলে স্থানীয় আমদানীকারক পরিবেশিত দেশী ও আন্তর্জাতিক ব্র্যান্ডের ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, প্রিন্টার, হোম থিয়েটার সহ রকমারি প্রযুক্তিপণ্যে বিশেষ এই ছাড় পাওয়া যাবে।

একইসঙ্গে উৎপাদক ও পরিবেশক প্রতিষ্ঠানের দেয়া অফারও মিলবে মেট্সটেকে। ডিজিটাল পণ্যসম্ভার নিয়ে মেলা প্রাঙ্গনে কার্নিভাল জোনের ৩৫, ৩৬, ৩৭ ও ৩৮ নং প্যাভিলয়ন জুড়েই থাকছে মেটসটেক এর সব আয়োজন।

তিন দিনব্যাপী মেলার আজ দ্বিতীয় দিন। তাই প্রযুক্তিপ্রেমী এবং আগ্রহী ক্রেতাদের হাতে এখনও সুযোগটি লাভের সময় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এসজেডএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।