ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তায় ওবামার নির্দেশ

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ১৪, ২০১১
যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তায় ওবামার নির্দেশ

বিশ্ব এখন তথ্যপ্রযুক্তিনির্ভর। তাই প্রতিটি দেশেরই গুরুত্বপূর্ণ তথ্যাদি সংরক্ষিত থাকে তথ্যপ্রযুক্তির বিভিন্ন মাধ্যমে।

কিন্তু এসব স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিতে কিছু অপরাধী চক্র তাদের গোপন উদ্দেশ্যসাধনে পুরো বিশ্বকেই রেখেছে আশঙ্কায়।

এ কারণে সাইবার সিকিউরিটি পরিকল্পনাকেন্দ্রিক নীতিমালা প্রণয়নে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ কর্তৃক প্রস্তাব পাঠনো হয়েছে। এমনকি প্রেসিডেন্ট বারাক ওবামা সিকিউরিটি প্রতিষ্ঠানগুলোকে দেশের নিরাপত্তা রক্ষায় বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেছেন।

প্রস্তাবিত এ নীতিমালার আওতায় প্রতিষ্ঠানগুলোর তথ্যগত নিরাপত্ত‍া অবকাঠামো আরও সুদৃঢ় হবে। ফলে প্রতিষ্ঠানের পাওয়ার প্ল্যান্ট এবং ফিন্যান্সিয়াল সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত হবে।

এছাড়াও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ নিজস্ব শিল্পপ্রতিষ্ঠানে এ বিষয়ে গুরুত্ব আরোপ করবেন। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা সূত্র জানিয়েছে, সরকারি এবং বেসরকারি সিস্টেমগুলো প্রতিদিনই আক্রমণের কবলে পড়ছে। তাই এ নীতিগত সীদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এরই মধ্যে এ নীতিমালার বিষয় নিয়ে কংগ্রেসেও প্রস্তাব পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময় ১৫৪৯ ঘণ্টা, মে ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।