ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কুইক হেল অ্যান্টিভাইরাস এখন দেশে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মে ১৫, ২০১১
কুইক হেল অ্যান্টিভাইরাস এখন দেশে

দেশে যাত্রা শুরু করল সুপরিচিত অ্যান্টিভাইরাস কুইক হেল। এ ব্র্যান্ড বিপণনের দায়িত্ব নিয়েছে স্মার্ট টেকনোলজিস বিডি।



আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুইক হেল পণ্য সমন্বয়ক লুৎফর রহমান পেরি, স্মার্ট টেকনোলজিস বিডির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কুইক হেল টেকনোলজিসের কান্ট্রি ম্যানেজার নীরভ পান্ডে।

কুইক হেল ব্র্যান্ড সম্পর্কে জহিরুল ইসলাম বলেন, এ মুহূর্তে সারা বিশ্বে প্রায় ৫০টিরও বেশি দেশে কুইক হেল সুনামের সঙ্গে অ্যান্টিভাইরাস সেবা প্রদান করছে। বাংলাদেশেও কুইক হেলের মাধ্যমে কমপিউটার এবং মোবাইল ফোন ব্যবহারকারীদের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে পারব।

কুইক হেল প্রতিনিধি নীরভ পান্ডে বলেন, কুইক হেল টেকনোলজিস ১৯৯৩ সালে ভারতের পুনেতে এর বাণিজ্যিক যাত্রা শুরু করে। বিশ্বব্যাপী এ ব্র্যান্ডের ২০টি শাখা অফিস এবং ৮০টি সহযোগী প্রতিষ্ঠান আছে।

এরই মধ্যে ভাইরাস প্রতিরোধে সফল হওয়ায় ভারতে এ অ্যান্টিভাইরাস জনপ্রিয় হয়েছে। বাংলাদেশেও কুইক হেল তার মৌলিক গুণাবলি প্রদর্শন করতে পারবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময় ২১৩৪, মে ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।