ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্লুটোর সম্মানে গুগল ডুডল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
প্লুটোর সম্মানে গুগল ডুডল

ঢাকা: সৌরজগতের বামন গ্রহ প্লুটো আর অজানা থাকবে না। যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একটি নভোযান প্লুটোর কাছে পৌঁছাবে আজ।

ফলে আগের চেয়ে আরও বেশি স্পষ্ট ও পরিষ্কার ছবি পাওয়া যাবে বরফ আর পাথরের গ্রহটির। নাসার এই সফলতা ও প্লুটোর সম্মানে ডুডল পরিবর্তন করেছে সার্চ জায়ান্ট গুগল।

মঙ্গলবার (১৪ জুলাই) নাসার মহাকাশযানটি প্লুটোকে খুব কাছ দিয়ে অতিক্রম করবে। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক সময় ১১টা ৪৯ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৯ মিনিটে) নভোযানটি তার অভিযান সম্পূর্ণ করবে। এসময় যানটি প্লুটো থেকে সাড়ে ১২ হাজার কিলোমিটার দূরে অবস্থান করে এর ছবি তুলতে শুরু করবে। এর ঠিক ১৪ মিনিট পর প্লুটোর দানবীয় চাঁদ শ্যারনের ওপর ক্যামেরার লেন্স ফেলবে যানটি। এসময় শ্যারন থেকে এটি ২৮ হাজার ৮৫৬ কিলোমিটার দূরে অবস্থান করবে।

টানা প্রায় নয় ঘণ্টা কাজ করে আন্তর্জাতিক সময় রাত ৮টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ৪০ মিনিটে) মনুষ্যবিহীন নভোযানটি পৃথিবীতে টেলিফোন করবে। তবে দূরত্বের কারণে এই ফোন রিসিভ করতে বিজ্ঞানীদের অপেক্ষা করতে হবে আরও পাঁচঘণ্টা। সাতশ মিলিয়ন ডলারের (৫ হাজার ৪৮২ কোটি টাকা) এই নভোযানের গতি ঘণ্টায় ৪৯ হাজার ৫৭০ কিলোমিটার। অভিযান সফল হলে এটাই হবে নাসার সবচেয়ে দ্রুতগামী কোনো নভোযান।

এদিকে, প্লুটোর কাছে নাসার নভোযান পৌঁছার ঘটনা ও সৌরজগতের এই বামন গ্রহটির সম্মানে ‘প্লুটো ডুডল’ প্রকাশ করেছে গুগল। ডুডলটির ডিজাইন করেছেন কেভিন লঘলিন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।