ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপলের প্রতিদ্বন্দ্বিতায় মোশন

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০
অ্যাপলের প্রতিদ্বন্দ্বিতায় মোশন

অ্যাপলের মুখোমুখি হতে আদাজল খেয়ে নামছে ব্ল্যাকবেরি নির্মাতা প্রতিষ্ঠান মোশন। এ মুহূর্তে বিশ্ব বাজারে বেশ দাপটের সঙ্গে এগিয়ে চলছে অ্যাপল।

তাদের সদ্য উন্মোচিত আইফোন ও আইপ্যাড জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে। সম্প্রতি ব্ল্যাকবেরি এই দুটি পণ্যের বিপরীতে নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে।

ব্ল্যাকবেরির এক মূখপাত্র জানিয়েছেন, আগামী নভেম্বরে তারা ট্যাবলেট পিসি উন্মোচন করবে। যার নাম হবে ব্ল্যাকপ্যাড। পুরোপুরি আইপ্যাডের আদলেই পণ্যটি তৈরি করা হবে। মূল্য নির্ধারণও হবে আইপ্যাডের মতই। অন্যদিকে আগামী ৩ আগষ্ট ব্ল্যাকব্যারির নতুন সংস্করণ উন্মোচনের ঘোষণা দিয়েছে মোশন। সূত্র জানিয়েছে, নতুন সংস্করণটি অনেকটা আইফোনের মতই হবে। কাজেই মোশন আগামী বছরগুলোতে আপ্যাল এর প্রতিটি পদক্ষেপের প্রতিদ্বন্দ্বিতা করতে তা স্পষ্ট।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩২৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।