ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আবারো ক্যামেরায় ‘গ্যালাক্সি এস৬ এজ প্লাস’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
আবারো ক্যামেরায় ‘গ্যালাক্সি এস৬ এজ প্লাস’ সংগৃহীত

গ্যালাক্সি এস৬ এজ প্লাস, গ্যালাক্সি নোট ৫ কোরিয়ান জায়ান্ট স্যামসাং’র আসন্ন পণ্য।

এগুলো নিয়ে নিত্য-নতুন তথ্য, ফাঁস হওয়া ছবি নতুন কোনো ঘটনা নয়।

তবুও প্রযুক্তিপণ্য প্রেমীদের অজানা তথ্য জানাতে সুত্রগুলো বসে নেই।

নতুন দিন নতুন গুজব! আর যা গতকাল গ্যালাক্সি নোট ৫ নিয়ে যে বিষ্ময়কর উড়ো খবর ছড়েছিল তার আকর্ষন ম্লান করে দেয়। কারণ গ্যালাক্সি এস৬ এজ প্লাসের ছবি এখন পুরো ইন্টারনেট জুড়ে। আর এবার এসব ছবি দিয়েছে মোবাইলফান.কো.ইউকে। শুধু এস৬ এজ প্লাস নয় পাশাপাশি আছে নোট ৫’এরও বিস্তৃত আকারের ছবি।

সাইটটি ছবি প্রকাশের পাশাপাশি দাবি করছে ফোনটির মডেল নাম্বার এসএম-জি৯২৮এ যা অ্যান্ড্রয়েড ৫.১.১ ললিপপে চলবে।

এ সমস্ত আগাম ফাঁসে কেউ কেউ মনে করছে আগস্টের ইভেন্ট উপলক্ষ্যে এটা নামেমাত্র চমক ছেড়ে যাওয়া। আবার কারও কারও আশা ১৩ আগষ্টে স্যামসাং’র নির্ধারিত ইভেন্টে যদি সত্যিই এমন কোনো চমক দেয়ার পরিকল্পনা থাকতো।

এছাড়া লক্ষণীয় খবর হলো আইএফএ ইভেন্টের এক মাস আগেই হ্যান্ডসেট ছাড়ছে স্যামসাং। কিন্তু সচরাচর এই অনুষ্ঠানে নতুন পণ্যের ঘোষণা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। অ্যাপলের আসন্ন আইফোনকে পেছনে ফেলতে সম্ভবত স্যামসাং’র এই পরিকল্পনা বলে ধারণা বিশেষজ্ঞদের।

এই বছরের শেষের দিকে নতুন আইফোন প্রকাশের কথা রয়েছে অ্যাপলের।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।