ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের জন্য ‘বিডিসাফ’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের জন্য ‘বিডিসাফ’

যাত্রা শুরু করেছে দেশের প্রাতিষ্ঠানিক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর প্রকৌশলীদের সংগঠন বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ফোরাম (বিডিসাফ)।

সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তথ্যপ্রযুক্তি সেবায় সংশ্লিষ্ট প্রকৌশলীরা এই সংগঠনের সদস্য হতে পারবেন।



শুক্রবার রাজধানীর ব্রাক সেন্টার ইনে 'বিশ্ব  সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দিবস’ উদযাপনের মাধ্যমে ঘোষণা দেয়া হয় দেশের তথ্যপ্রযুক্তি সেবা কেন্দ্রিক নতুন এই প্লার্টফর্মের।

অনুষ্ঠানে বিডিসাফ উদ্যোক্তার জানান, প্রাথমিক পর্যায়ে এই সংগঠনের ১৫০ জন নিবন্ধিত প্রকৌশলী দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তিন হাজারের বেশি প্রকৌশলীদের প্লার্টফর্ম হিসেবে কাজ করবে।

বিডিসাফ উদ্বোধনী অনুষ্ঠানে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক পরিষদ গঠন করা হয়। সদস্যরা হলেন,  ব্রাক আইসিটি পরিকাঠামো বিভাগের প্রধান জোবায়ের আলমাহমুদ হোসেন, আইসিডিডিআরবি আইটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহিবুল মোক্তাদির তানিম, এক্সিম ব্যাংকের পদ্ধতি ব্যবস্থাপক সৈয়দ আহসান হাবীব এবং ব্রাক আইটি সার্ভিস লিঃ এর ডাটা সেন্টারের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মুহাম্মদ মিজানুর রহমান।

সংগঠনের প্রাধান উদ্যোক্তা জোবায়ের আলমাহমুদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নেতৃত্বে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের যে উন্নয়ন চলছে তাতে আমরা সিস্টেম এডমিন ফোরাম উল্ল্যেখযোগ্য ভুমিকা রাখতে চাই।

জোবায়ের আরো বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রযুক্তি সেবার পদ্ধতির সাথে যুক্ত সব প্রকৌশলীদের মাঝে সমন্বয়, জ্ঞান বিনিময়, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেসন ও সিস্টেম সিকিউরিটি বিষয়ে আমরা সচেতনতা তৈরিতে ভুমিকা রাখবে এই বিডিসাফ। পাশাপাশি নবীন ও শিক্ষানবীশ প্রকৌশলীদের কাছে ক্যারিয়ার হিসেবে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পেশাকে  তুলে ধরবো আমরা।

জানানো হয় এ মাসের শেষ দিকে আয়োজন করা হবে দিনব্যাপী সেমিনার। যেখানে, সার্ভার, স্টোরেজ, ডাটাবেইস, ক্লাঊড কম্পিউটিং সহ সিস্টেম সিকিউরিটি বিষয়ে আলোচনা করবেন অভিজ্ঞ প্রকৌশলীরা।

আগ্রহী প্রকৌশলীরা বিডিসিসঅ্যাডমিন ডট অর্গ (bdsysadmin.org) ঠিকানায় এবং সংগঠনের ফেসবুক গ্রুপে  সংযুক্ত হয়ে নিবন্ধন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।