ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গিগাবাইটের জি১ স্নাইপার জেড৯৭ মাদারবোর্ড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
গিগাবাইটের জি১ স্নাইপার জেড৯৭ মাদারবোর্ড

দেশীয় প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে গিগাবাইট এর জি১ স্নাইপার জেড৯৭ মাদারবোর্ড।

ইন্টেল ফোর্থ এবং ফিফথ জেনারেশন প্রসেসর সমর্থিত মাদারবোর্ডটিতে অন্তর্ভূক্ত বৈশিষ্ট্যগুলো-অনবোর্ড ক্রিয়েটিভ সাউন্ড কোর থ্রিডি কোয়ার্ড কোর অডিও প্রসেসর, এএমপি আপ অডিও টেকনোলজি, অডিও নয়েজ গার্ড, গোল্ড প্লাটেড ডিসপ্লে অ্যান্ড অডিও পোর্ট, হাই অ্যান্ড নিশিকন অডিও ক্যাপাসিটর, কিলার ই২২০০ গেমিং নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, এক্সট্রিম মাল্টি গ্রাফিক্স সাপোর্ট, লং লাইফস্প্যান ডিউরেবল ব্ল্যাক সলিড ক্যাপস, ইজিটিউন।



আরো আছে অ্যাপ সেন্টার, ক্লাউড স্টেশন ইউটিলিটি এবং ডুয়াল বায়োস।

তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ মাদারবোর্ডটির বাজারমূল্য ১৯৫০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।