ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কার-বাইক চুরি রোধ ৪৯৯ টাকায়!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
কার-বাইক চুরি রোধ ৪৯৯ টাকায়! ছবি : জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিআইসিসি থেকে: চুরি থেকে শখের কার কিংবা মোটরসাইকেল নিশ্চিত রক্ষায় সেবা দিচ্ছে মোবাইল অপারেটর রবি। আর রবির সঙ্গে এ প্রযুক্তি নিয়ে কাজ করছে বন্ড স্টেইন টেকনোলজিস।



বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) স্মার্টফোন ও ট্যাব মেলায় রবির প্যাভিলিয়নে দেওয়া হচ্ছে আরও নানান সেবা। মেলা উপলক্ষে ‘ভেহিকল ট্র্যাকিং’ নামের এ সার্ভিসটির হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে।

বন্ড স্টেইন টেকনোলজিসের টেকনিক্যাল এক্সিকিউটিভ রাকিব হাসান অয়ন জানান, মোটরবাইক ছাড়াও কার, বাস, ট্রাকে এ প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে।

আর ট্র্যাকিং সার্ভিসটি কেউ বিচ্ছিন্ন করলে স্বংক্রিয়ভাবে মালিকের কাছে এসএমএসের মাধ্যমে তথ্য চলে আসবে।

সেবাটি পেতে সাত হাজার ৫০০ টাকা দিয়ে কিনতে হবে একটি ডিভাইস। পরবর্তীতে প্রতিমাসে ৪৯৯ টাকায় এই সেবা পাওয়া যাবে।

লক সুবিধা ছাড়াও গাড়ির অবস্থান নির্ণয়, গতি ও ফুয়েল মিটার কনজাংশন, দৈনিক রিপোর্ট ও মেইনটেন্যান্সের খবরও পাওয়া যাবে এ প্রযুক্তির মাধ্যমে।

মেলায় লাইভ ডেমোতে দর্শনার্থীদের দেখানো হচ্ছে এ প্রযুক্তি। মেলা উপলক্ষে সার্ভিসটিও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে বলে জানান অয়ন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
এমআইএইচ/এএ

** রবি’র প্যাভিলিয়নে মোবাইল কিনলেই শতভাগ বোনাস!
** শেষ বিকেলে মেলায় উপচে পড়া ভিড়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।