ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশের প্রতি ইঞ্চি মাটিতে ডিজিটাল কানেকটিভিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
দেশের প্রতি ইঞ্চি মাটিতে ডিজিটাল কানেকটিভিটি ছবি : জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বনানী মাঠ থেকে: বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি ডিজিটাল কানেকটিভিটির আওতায় আনার কথা জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তারুণ্য নির্ভর জনশক্তিকে মেধাভিত্তিক জনশক্তিতে পরিণত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।



শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বনানী সোসাইটি মাঠে বাংলাদেশ ইন্টারনেট উইক উপলক্ষে ‘মিট দ্য ইয়ুথ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, তারুণ্য আমাদের অমূল্য সম্পদ। সেটা দিয়ে মেধাভিত্তিক জনশক্তি গড়তে চাই।

১১ কোটি তরুণকে আইসিটি সেক্টরে শক্তিশালী করতে বিভিন্ন প্রশিক্ষণ, প্রকল্প গ্রহণের কথাও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে ডিজিটাল কানেকটিভিটির আওতায় নিয়ে আসতে চাই। ষষ্ঠ মৌলিক চাহিদা হতে যাওয়া ইন্টারনেট দিয়ে আগামীতে হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভিস সেক্টরে উন্নত করতে চাই।
 
অনুষ্ঠানে অংশ নিয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজীর অহমেদ সাইবার ক্রাইম সম্পর্কে তার বাহিনীর কাছে অভিযোগের পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বেসিসের সভাপতি শামীম আহসান, গ্রামীণফোনের এইচআর প্রধান শরিফুল ইসলাম, প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান, বেসিস সহ-সভাপতি ও ইন্টারনেট উইকের আহ্বায়ক রাসেল টি চৌধুরী।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), আইসিটি বিভাগ এবং গ্রামীণফোন দেশের তিনটি বিভাগীয় শহরে বড় এক্সপোসহ দেশব্যাপী এই উইকের আয়োজন করেছে। বনানী মাঠে এ আয়োজনে প্রতিদিন বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

‘মিট দ্য ইয়ুথ’ অনুষ্ঠান শেষে শূন্য ব্যান্ডদল সঙ্গীত পরিবেশন করে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এমআইএইচ/ইইউডি/এএ

** সাইবার ক্রাইম নিয়ে অভিযোগের পরামর্শ র‌্যাব প্রধানের
** বনানী মাঠে মিট দ্য ইয়ুথ-গান-ডিজে
** মোবাইল অ্যাপসে রক্ত দেওয়া-নেওয়া!
** বনানীতে বিয়ের বাজার
** ভার্চুয়াল জগতে রকমারি তথ্য সেবা ইন্টারনেট উইকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।