ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাতক্ষীরায় ‘ই-জিপি’ বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
সাতক্ষীরায় ‘ই-জিপি’ বিষয়ক কর্মশালা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা এলজিইডি মিলনায়তনে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের ব্যবস্থাপনায় এ কর্মশালার আয়োজন করে।



সকালে কর্মশালার উদ্বোধন করেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের উপ-পরিচালক রুপম আনোয়ার।

কর্মশালায় জানানো হয়- বর্তমানে ২৪টি মন্ত্রণালয়ের ৯৭টি সংস্থার ২ হাজার সরকারি অফিস ই-জিপি পোর্টালের মাধ্যমে সরকারি ক্রয় কার্যক্রম পরিচালনা করছে। বছরে দেশের উন্নয়নে সরকারি ক্রয়ে প্রায় ৭৮ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়ে থাকে। এই ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে দেশের উন্নয়ন তরান্বিত হবে।

সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের সহকারী পরিচালক বাদল হায়দারের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন- সাবেক প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, বিশিষ্ট ঠিকাদার শেখ আজহার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাতক্ষীরা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এএসএম শাহেদুর রহিম, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের কো-অর্ডিনেটর মামুনুর রহমান, ঠিকাদার সৈয়দ আসাদুজ্জামান, ঠিকাদার আসাদুজ্জামান সেলিম, বাবর আলী, হেলাল উদ্দিন, শাহরিয়ার আহমেদ, পার্থ প্রতিম শাহা, আবু জাফর সিদ্দিকী, ইমরান গাজী, খায়রুল হাসান ও আতিকুল্লাহ প্রমুখ।

কর্মশালায় ঠিকাদাররা সরকারি ক্রয় কার্যকমসহ ই-টেন্ডারের নানা অসুবিধা তুলে ধরে বলেন, ই-জিপির নানা সুবিধা থাকলেও পোর্টালটি অত্যন্ত দুর্বল। এ কারণে টেন্ডার ড্রপে অধিকাংশ সময়ই ব্যর্থ হতে হয়। পোর্টালটি আপডেটকরণসহ এ সংক্রান্ত দুর্বলতা দূর করতে পারলে দেশের উন্নয়নে ই-জিপি নতুন দিগন্ত সৃষ্টি করবে।

কর্মশালার সমাপনী বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামুল হক।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।