ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টুইটারে ২ হাজার কোটি বার্তা প্রেরণে রেকর্ড

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, আগস্ট ২, ২০১০
টুইটারে ২ হাজার কোটি বার্তা প্রেরণে রেকর্ড

৩১ জুলাই সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটারে ২ হাজার কোটিতম বার্তা প্রেরণ করা হয়েছে। টুইটারে GGGGGo_Lets_Go আইডি ব্যবহার করা টোকিওর এক গ্রাফিকস ডিজাইনার ২ হাজার কোটিতম বার্তা প্রেরণের মাধ্যমে এ মাইল ফলক সৃষ্টি হয়।



সর্বশেষ বার্তা প্রেরণ করার পর সে বিশ্বের টুইটার ব্যবহারকারীদের কাছ থেকে অভিনন্দন বার্তা পেতে শুরু করে। টুইটারে এ মাইল ফলক রচনা করার পর সে লটারি জয়ের চেয়েও বেশি খুশি হয়েছে বলে জানান।

উল্লেখ্য, টুইটার উন্মোচনের চার বছর পূর্তি হয় এ বছরের মার্চ মাসে। এ সময় পর্যন্ত মাত্র ১ হাজার কোটি বার্তা টুইটারে পাঠানো হয়। তারপর মাত্র পাঁচ মাসেরও কম সময়ে আরও ১ হাজার কোটি বার্তা প্রেরণ করায় ২ হাজার কোটির কোটা পূরণ হল। টুইটারে পাঠানো বার্তাগুলোর মধ্যে জাপানিদের প্রাধান্য লক্ষ করা গেছে। কারণ জাপানিরা দিনে প্রায় ৮০ লাখ টুইটার বার্তা বিনিময় করে। যা টুইটারে পাঠানো বিশ্বের মোট টুইটার বার্তার শতকরা ১২ ভাগ।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।