ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হিটাচি ব্র্যান্ডের নতুন প্রজেক্টর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
হিটাচি ব্র্যান্ডের নতুন প্রজেক্টর

জাপানের হিটাচী ব্র্যান্ডের নতুন মাল্টিমিডিয়া প্রজেক্টর দেশের বাজারে এনেছে ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেড। হিটাচি সিপি-ইডি২৭ মডেলটির বিশেষ বৈশিষ্ট্যগুলো ‘২৭,০০ লুমেন্স ব্রাইটনেস, এইচডিএমআই ইনপুট সুবিধা, রেজ্যুলেশন ১০২৪ বাই ৭৬৮।



এর সাহায্যে লার্জ এবং ওয়াইড ইমেজ দেখানো খুবই সহজ।

উচ্চক্ষমতার এই প্রজেক্টরের কনট্রাস্ট রেশিও ২০০০:১, ৬০০০ ঘন্টা ল্যাম্প লাইফ এছাড়া রয়েছে পাওয়ার সেভিং মুড।

২.৯ কেজি ওজনের প্রজক্টেরটির বাজার মূল্য ৩৮ হাজার টাকা, সঙ্গে উপহার হিসেবে থাকছে প্রজেকশন স্ক্রিন।

হিটাচি পণ্যের পরিবেশক ইউনিক বিজনেস সিস্টেমরে পরিচালক হাবিবা নাসরিন জানান, হিটাচী দীর্ঘ দিন ধরে তার গুনগত মান, স্থায়ীত্ব ও নতুনত্বের কারণে বাজারের শীর্ষ অবস্থানটি ধরে রেখেছে। নতুন এ প্রজেক্টরটি ভিডিও প্রজেকশনে ব্যবহারকারীদের দারুণ অভিজ্ঞতা দেবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।