ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলালিংক থ্রিজি এখন ৫০০ থানায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
বাংলালিংক থ্রিজি এখন ৫০০ থানায়

ঢাকা: দেশব্যাপী অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে ৫শটিরও বেশি থানায় সবচেয়ে দ্রুতগতির থ্রিজি পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে বাংলালিংক।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানায়, বাংলাদেশে কার্যক্রম শুরুর সময় থেকেই বাংলালিংক গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতে নিত্য নতুন ও সেরা সেবা দেওয়ার অভিপ্রায় নিয়ে কাজ করে চলেছে।



৫শটিরও বেশি থানায় ফার্স্ট থ্রিজি পৌঁছে দেওয়া প্রসঙ্গে বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ বলেন, গ্রাহককে সর্বোত্তম সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর সে আলোকেই আমরা সবসময়ই বেশীসংখ্যক গ্রাহকের কাছে শুধু সেরা সেবাই পৌঁছে দেই না, বরং সেইসঙ্গে সেবাকে সহজলভ্যও করে তুলি।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও আমরা এভাবে আমাদের অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকের জন্য নিত্য নতুন সার্ভিস চালুর প্রবণতা অব্যাহত রাখবো।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এমআইএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।