ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হ্যাকারদের কবলে মালয়েশিয়া!

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুন ১৬, ২০১১
হ্যাকারদের কবলে মালয়েশিয়া!

এশিয়ায় হ্যাকারদের আক্রমণ প্রবণতা বাড়ছে। এ ধারাবাহিকতায় এবার হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছে মালয়েশিয়া সরকার।

সূত্র এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে হ্যাকিং কবলে পড়েছে মালয়েশিয়ার ৫১টি সরকারি সাইট। এর মধ্যে ১২টি সাইট হাই অফিসিয়াল।

উল্লেখ্য, এ আক্রমণে ৪১টি সাইট ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, প্রতিশোধপ্রবণ একদল হ্যাকার এ আক্রমণ পরিচালনায় ইন্ধন যুগিয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে ডাউনলোডযোগ্য কিছু সাইট সরকারি নির্দেশে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এ আক্রমণ চালানো হয়েছে বলে হ্যাকার সূত্র জানিয়েছে।

তারা সরকারের এ ধরনের মানবাধিকার বিরোধী সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানাতে এ আক্রমণ পরিচালনা করেছে। তথ্য অধিকার থেকে বঞ্চিত করার ক্ষমতা কোনো দেশের সরকারের নেই বলেও এ হ্যাকবার্তায় জানানো হয়।

দ্য মালয়েশিয়ান কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন সূত্র জানিয়েছে, এ আক্রমণে মূলত ডটগব ডটমাই ডমেইন অন্তর্ভুক্ত সাইটগুলো আক্রান্ত হয়েছে।

এরই মধ্যে মালয়েশিয়ান সরকার আক্রান্ত সাইটগুলো আবারও সচল করতে তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়।

বাংলাদেশ সময় ২১০২ ঘণ্টা, জুন ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।