ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসছে অ্যাপল আইফোন ফাইভ

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুন ২৫, ২০১১
আসছে অ্যাপল আইফোন ফাইভ

আসছে সেপ্টেম্বরে প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল আইফোন৫ মডেল প্রকাশ করতে যাচ্ছে। সূত্র এ তথ্য জানিয়েছে।

ফলে দ্রুত গতির প্রসেসর এবং মানোন্নত ক্যামেরার সমন্বয়ে তৈরি পণ্যটি খুব শিগগিরই অ্যাপল ভক্তরা হাতের নাগাল পাবে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বিশ্ব আসরে বেশ কিছু নতুন সারির পণ্য যেমন আইপড, বহুমাত্রিক অ্যাপল টিভি এবং আইটিউনস১০ উপস্থাপন করে অ্যাপল। এ অনুষ্ঠানে অ্যাপল আইপ্যাড দর্শনার্থীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে।

তবে এ বছরের চিত্র ভিন্ন। এ মডেলটি নতুন এ৫ এসওসি পদ্ধতিতে চলবে। এতে আছে ডুয়াল কোর এআরএম কর্টেক্স এ৯ প্রসেসর এবং পাওয়ার ভিআর এসজিএক্স৫৪৩এমপিটু জিপিইউ।

এ সংস্করণে আছে ৮ মেগাপিক্সেলযুক্ত অভিনব ক্যামেরা। আছে সেন্সর সুবিধা। উল্লেখ্য, গত বছর অ্যাপলের বার্ষিক আয়ের অর্ধেকাংশই আইফোন থেকে আসে। এটি যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য উৎসাহব্যঞ্জক।

এ মুহূর্তে সংশ্লিষ্টদের ধারণা, নকিয়ার এন৯ মডেলের বাজারে প্রতিযোগিতায় আইফোন৫ হবে নতুন ধাক্কা।

বাংলাদেশ সময় ১৯১১ ঘণ্টা, জুন ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।