ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সঙ্গী খুঁজে পেতে ৬ অ্যাপ!

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
সঙ্গী খুঁজে পেতে ৬ অ্যাপ!

বরাবরের মতোই বসন্তের দ্বিতীয় দিনেই ভালবাসা দিবস। আহা! কি রোমাঞ্চ! ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’।

কিন্তু একা একা হারালে এ দিনটির সার্থকতা থাকে?

থাকেনা বলেই শাসন-বারণ পাশ কাটিয়ে প্রেমিক যুগলরা এই বিশেষ দিনটি নিজেদের মতো করে কাটাতে চান। কিন্তু যার সঙ্গী নেই, তার জন্য সঙ্গী খুঁজতে, সময় কাটাতে রয়েছে দারুণ সব অ্যাপ। ভাবছেন ভালবাসা দিবসে মোবাইল অ্যাপ দিয়ে কি হবে? এই অ্যাপগুলো বিশেষ দিনটিতে আপনার একাকিত্ব ঘোঁচাতে ও সঙ্গী খুঁজে পেতে ‍দারুণভাবে কাজে দেবে। তবে অবশ্যই এজন্য আপনার থাকতে হবে স্মার্টফোন।

তাহলে আর দেরি কেন, ঝটপট ইনস্টল করে নিন আপনার পছন্দের অ্যাপ। এরপর ওই অ্যাপই খুঁজে দিবে আপনার সঙ্গীকে। বিশ্বাস হচ্ছে না? না হলে সেটা নিতান্তই আপনার ব্যাপার। তবে এরকম ৬টি মোবাইল অ্যাপের খবর জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। চলুন জেনে নেওয়া যাক এসব এসবের অ্যাপের খবরাখবর।

ক্যুপিড
ভালবাসা দিবসের ডেটিং স্পেশাল অ্যাপ্লিকেশনের তালিকায় প্রথমেই আছে এটি। আশপাশে থাকা মানুষদের মধ্য থেকে অ্যাপটি খুঁজে দেবে আপনার সঙ্গীকে। বিনামূল্যে ইনবক্স স্টোরেজ সুবিধা রয়েছে অ্যাপটিতে। তবে ইনস্টল করার সময় আপনার ডিভাইসে থাকা বিভিন্ন তথ্য নেওয়ার অধিকার দিতে হবে অ্যাপটিকে। তবেই সে আপনার ছবি ও বিভিন্ন তথ্য সরবরাহ করবে সম্ভাব্য সঙ্গীর কাছে। https://play.google.com/store/apps/details?id=com.trend.qupid  গুগল প্লে-স্টোর থেকে বিনামূল্যে ইনস্টল করে নিন।

টিন্ডার
জনপ্রিয়তার দিকে দিয়ে বিশ্বের অন্যতম ডেটিং অ্যাপ এটি। অ্যাপটি দিয়ে অংসখ্য প্রোফাইল দেখা যাবে। এর মধ্যে যদি কাউকে ভালো লেগে যায়, তাহলে আপনি মেসেজ আদান-প্রদান শুরু করতে পারবেন সহজেই। তবে অবশ্যই অপর প্রান্ত থেকে সাড়া পেতে হবে আগে। এই অ্যাপটির আরেকটি সুবিধা হলো ফেসবুকের মাধ্যমেও আপনি অপর প্রান্তের মানুষটি সম্পর্কে তথ্য যাচাই করে নেওয়ার সুযোগ পাবেন। গুগল প্লে-স্টোর থেকে অনায়াসে বিনামূল্যে ইনস্টল করে নিতে পারেন যখন খুশি। https://play.google.com/stor /apps/details?id=com.tinder&hl=en  এই লিংকে গিয়ে অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন।

ওও
ওও-কে বলা হয় ঘটক অ্যাপ। পছন্দের মানুষটির সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে ওও। শুধু কি তাই, কাঙ্ক্ষিত মানুষটির বৈষয়িক বিস্তারিত তথ্যও জানিয়ে দেবে। আরেকটি অপশন আছে। মজার মজার প্রশ্নোত্তর ও ট্যাগশেয়ার করেও খুঁজে নিতে পারবেন ভালোবাসার মানুষটিকে। https://play.google.com/store/apps/details?id=com.u2opia.woo অ্যাপটি ইনস্টল করতে ক্লিক করুন এই লিংকে।

ট্রুলিম্যাডলি
বাজারে আসার পর ট্রুলিম্যাডলি নামের এই অ্যাপটি নিয়ে কম কথা হয়নি। শক্তিশালী ফিল্টার ব্যবহারের কারণে অনেকে পছন্দ নাও করতে পারে। তবে এই অ্যাপ্লিকেশনটি উপযুক্ত ভালবাসার মানুষটিকেই হয়তো খুঁজে দেবে আপনাকে। তাছাড়া অসংখ্য প্রোফাইল থেকে ফেসবুক ও লিংকডইনের মাধ্যমে পছন্দের মানুষের প্রোফাইল নিশ্চিত হওয়ারও সুবিধা দেবে অ্যাপটি। অ্যাপটি সরাসরি এই https://play.google.com/store/apps/details?id=com.trulymadly.android.app লিংক থেকে ইনস্টল করুন।

বাম্বল
পছন্দের সঙ্গী খুঁজতে মেয়েরাই এই অ্যাপটি বেশি ব্যবহার করে থাকেন। ব্যবহারকারীরা ম্যাচিংয়ের জন্য ২৪ ঘণ্টা সময় পাবেন। এরমধ্যে কোনো বার্তা আদান-প্রদান না হলে সেটি অদৃশ্য হয়ে যাবে। অ্যাপটিতে ভাইবি নামে একটি ফিচার রয়েছে, যা আপনাকে একটি উপমা দেবে। ইনস্টল করতে চাইলে ক্লিক করুন- https://play.google.com/store/apps/details?id=com.bumble.app

হিটচ
সঙ্গী অন্বেষেণ করার সেরা ৬টি অ্যাপের মধ্যে হিটচ রয়েছে। এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারী নতুন নতুন মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন।   এমনকি ব্যবহারকারীর আশপাশে থাকা মানুষদের মধ্য থেকে পছন্দের মানুষটি খুঁজে পেতে অ্যাপটি সাহায্য করবে। ব্যবহারকারী চাইলে অ্যাপটিতে থাকা ব্যক্তিগত তথ্যগুলো প্রাইভেট মুডে রাখতে পারবে। ব্যবহারে আগ্রহীরা এই লিংক থেকে ইনস্টল করতে পারবেন। https://play.google.com/stor /apps/details?id=co.hitchapp.hitchandroid&hl=en

বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।